About Us

History

“মর্নিং সোজ দ্যা ডে” ইংরেজী এই প্রবাদ শতশত মানববাদীর কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছিল ‘মেধা’র আত্মপ্রকাশের শুভলগ্নে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে। মেধা'র মাধ্যমিক স্তরের দরিদ্র অথচ মেধাবী ছাত্রদের প্রতি সহায়তার হাত-সম্প্রসারণ করে শিক্ষা উপকরণসহ পোষাক হস্তান্তরের আনুষ্ঠানিকতায় শুভ যাত্রা সূচিত হয় ১৯৯৯ সালের ৬ ফেব্রুয়ারী। এদিনের অনুষ্ঠান ছিল অনাড়ম্বর কিন্তু ব্যতিক্রমী। পবিত্র আল-কোরআনের মধুর বাণী সুললিত কন্ঠে ধ্বনিত হলো পিন-পতন নিস্তব্ধতায় । মেধা'র লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনার বিবরণ দিলেন সংগঠনের সদস্য সচিব শামীম আহমেদ, সভাপতি বিজয় কুমার কেজরীওয়াল ও প্রধান অতিথি নাসির উদ্দিন মৃধা । সকল বক্তা মেধা'র স্বপ্নীল আগামীর প্রত্যাশা ব্যক্ত করলেন। এরপর শুরু হলো অপ্রত্যাশিত এক অভিনব অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে দানশীল ব্যক্তিগণ একে একে মঞ্চে আসলেন। তাঁরাই ছাত্রদের হাতে বৃত্তির সকল উপকরণ তুলে দিলেন। ছাত্রদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে চরম পুলক অনুভব করলেন অনেকেই। তারা আরো আগ্রহী হয়ে উঠলেন মেধা'র কর্মকাণ্ডে। সেই অনুভূতির তরঙ্গে মিলনায়তন জুড়ে ধ্বনিত হলো ‘মেধা’ পারবে সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে সমাজসেবার প্রত্যাশিত সীমারেখাকে স্পর্শ করতে ।
সেই শুরু। এরপর আরো বড় পরিসরে ‘মেধা’ তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে ১৬তম বৃত্তি প্রদানের অনুষ্ঠান হয়েছে জেলা শিল্পকলা একাডেমির বিশাল মিলনায়তনে। ছাত্র-ছাত্রী, শুভার্থী ও আমন্ত্রিত অতিথিতে পূর্ণ মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মু. কায়েস উদ্দিন, প্রফেসর মুহাম্মদ লুৎফর রহমান, প্রফেসর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রফেসর এম. রফিকুল ইসলাম, প্রফেসর ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক, ড. এম আলাউদ্দিন ও ড. আব্দুল হাকিম সরকার। জেলা প্রশাসক মোঃ ফকরুল ইসলাম, মোঃ আশরাফুল মকবুল, সৈয়দ আহসানুল হক, রাশিদা বেগম (ভারপ্রাপ্ত), জামাল এ. নাসের চৌধুরী, তালুকদার সামসুর রহমান, নেপুর আহমেদ, সরকার আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল মান্নান ও বনমালী ভৌমিক। এ পর্যন্ত কয়েক'শ ছাত্রের হাতে বৃত্তি তুলে দিয়েছে আমন্ত্রিত শতাধিক অতিথি। মেয়েদেরকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে গত ২৪ বছর প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রীকে পর্যায়ক্রমে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়েছে। তৃতীয় বর্ষ থেকে নতুন চমক “জেলার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান” । গত ২৪ বছরে ‘মেধা’ জেলার ৬০ জনকে সংবর্ধিত করেছে। এভাবেই মেধা'র কার্যক্রমে সংযোজিত হয়েছে মেধাবী প্রবীণদের ‘বয়স্ক সম্মানী ভাতা' ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ২৪ বছরে মেধা'র কার্যক্রমের বিস্তার সম্ভব হয়েছে প্রধান পৃষ্ঠপোষক সেলিনা হোসেন জেসমিনসহ মহৎপ্রাণ দাতা ব্যক্তিদের উদার সহায়তা, নির্বাহী পরিষদের সাংগঠনিক দক্ষতা এবং সকল সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ।
মেধা'র এই অগ্রযাত্রার প্রথম সোপান রচিত হয় ১৯৯৮ সালের ৭ ডিসেম্বর পারিবারিক নৈশ্যভোজের টেবিলে। শামীম আহমেদ তাঁর আমেরিকা প্রবাসী বড়বোনকে উদ্দেশ্য করে বলেন, ‘বুবু তুমি আমেরিকাতে থাকো— এই দেশের মানুষের জন্য একটা কিছু তোমার করা উচিত।' ছোট ভাইয়ের এই আন্তরিক প্রস্তাব উদার চিত্তে গ্রহণ করে বোন জেসমিন বলেন, “তোমরা কিছু কর- সেখানে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।' মেধা'র অঙ্কুর এভাবেই রোপিত হলো- শামীম আহমেদের সমাজসেবী হৃদয়ে। তিনি তাঁর অগ্রজ, বন্ধুসহ সকলকে জানালেন তার সাথে বড়বোনের একান্ত আলাপের কথা এবং এ ব্যাপারে কিছু করার প্রত্যাশায় ৭ই ডিসেম্বর ১৯৯৮ এক সন্ধ্যায় ২৩ জন একত্রিত হলেন ২২, খোদাদাদ খান সড়ক, থানাপাড়াস্থ শামীম আহমেদের বাসভবনে।
দারিদ্রতার কষাঘাতে যে মেধাবী ছাত্র উজ্জ্বলতা ছড়ানোর পূর্বেই সমাজ থেকে ঝড়ে পড়ে, তাদের শিক্ষা জীবন ধরে রাখতে উপস্থিত সকলের মাঝে সেদিনের আহ্বায়ক বিজয় কুমার কেজরীওয়াল বলেন, ‘এখান থেকে কেবল সেবাই দেওয়া হবে।' এ্যাডঃ মুন্সী ওয়াহিদুর রহমানসহ উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্যগণ আহ্বায়কের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে একমত হলেন, জন্ম দিলেন ‘মেধা’ (MEDHA) মেডিক্যাল এডুকেশন এণ্ড হেলথ ডেভেলমেন্ট এ্যাসোসিয়েশন। ‘মেধা' নামটির প্রস্তাব উচ্চারিত হয় প্রতিষ্ঠাতা সদস্য সমীর নন্দীর কণ্ঠে, যা সর্বজন সমর্থিত হয়েছিল। ঐ দিনই ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে। যথা সময়ে নির্বাহী কমিটি গঠিত হয়। এরপর মেধা'র গঠনতন্ত্র তৈরী করেন ৩ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য মুন্সী ওয়াহিদুর রহমান ও বরকত আলী মাজেদ । ‘মেধা' প্রতিষ্ঠানের মনোগ্রাম তৈরী করে সহযোগিতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান বাবু। মেধা'র প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ৬ ফেব্রুয়ারী ১৯৯৯ সালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর হাতে ছাত্রবৃত্তি শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এভাবেই শুরু হয়েছিল মেধা'র পথচলা। উদার দানশীল মানুষের সহায়তায় আজও তা অব্যাহত রয়েছে, কিন্তু ‘মেধা’ হারিয়েছে তার নিবেদিত ৩১ জন শুভার্থীকে।

Target

মেধা'র কার্যক্রম কুষ্টিয়া জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। MEDHA'S functions shall remain confined within the jurisdiction of Kushtia district.
মেধা'র প্রধান কার্যালয় কুষ্টিয়া শহরের কেন্দ্রস্থলে হবে। It's head office shall exist at the heart of the Kushtia town.
প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে আজীবন সদস্য, দাতা সদস্য ও সাধারণ সদস্যদের সমন্বয়ে। It's administration shall be maintained by the joint venture of life, donors and general members.
সম্পূর্ণভাবে জেলার দরিদ্র অথচ মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যেই 'মেধা' গঠিত। It is formed to render educational aids absolutely to the poor but talented students of Kushtia district.
'মেধা' অনুমোদিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য বাৎসরিক সকল শিক্ষা ব্যয় বহন করবে। It shall shoulder all annual educational expenses for the Secondary and Higher Secondary male students nominated by this organization.
'মেধা' বাছাইকৃত ছাত্রদের বিনামূল্যে বই-খাতা- কলম, স্কুল পোষাক ও ন্যূনতম চিকিৎসা সেবা প্রদান করা হবে। It shall supply books, uniforms, minimum medical allowances and other educational materials to the students nominated by the organization.
বাছাইকৃত উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য 'মেধা' কম্পিউটার ও বহুমুখী কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। It shall arrange Computer training and Multitechnical education for the student of Higher Secondary nominated by the organization.
অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য 'মেধা' বয়স্ক সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করবে। MEDHA shall arrange Old Age Honorarium for the helpless males and females.
জেলার শিশুদের জন্য 'মেধা' চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করবে। It shall arrange Art Competition for the children of this district.
জেলার কৃতি সন্তান ও গুণীজনদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করবে। It shall arrange to accord reception for the bright sons of this district.
জেলার কৃতি ক্রীড়াবিদদের উন্নতমানের অনুশীলনের জন্য 'মেধা' প্রশিক্ষণের ব্যবস্থা করবে। MEDHA shall arrange Training Pro- gramme for the upliftment of players of the district.
বৃক্ষরোপণ ‘মেধা'র কার্যক্রমের একটি অংশ। Tree Plantation is a part of the function of MEDHA.
প্রতিবন্ধীদের পুনর্বাসন ও শিশুদের আশ্রয়কেন্দ্র গড়ার পরিকল্পনা মেধা'র রয়েছে। It has got future plans to rehabilitate the disabled and make shelter for the children.
এছাড়াও 'মেধা' নানাবিধ আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। Besides these, it shall participate in various economical and social activities.

 

Constitution

We, the members of Medha, a social welfare organization established on 01-Feb-2000 and registered on 08-Jun-2011 in Bangladesh, believe in the principles of social justice, equality, and empowerment. We are committed to working towards the betterment of our society by providing education, healthcare, and other support to those in need. In pursuit of these goals, we hereby adopt this constitution.

 

Article I: Name and Nature

Section 1. The name of the organization shall be Medha.

Section 2. Medha is a non-profit, non-political, and non-sectarian organization.

 

Article II: Objectives

Section 1. The objectives of Medha shall be to:

(a) Promote education and provide quality education to children who are unable to access it due to their financial, social or other circumstances.

(b) Provide healthcare and support to the sick and injured.

(c) Provide relief and support during times of crisis, such as natural disasters and pandemics.

(d) Promote social justice, equality, and empowerment by working towards the betterment of society.

(e) Create awareness about social issues and mobilize public opinion towards addressing them.

 

Article III: Membership

Section 1. Membership of Medha shall be open to all individuals who share its objectives and are willing to abide by its constitution.

Section 2. Any person wishing to become a member shall apply in writing to the Executive Committee.

Section 3. The Executive Committee shall approve or reject any application for membership at its discretion.

Section 4. Membership may be terminated by the Executive Committee for violation of the constitution, misconduct, or for any other reason deemed necessary.

 

Article IV: Executive Committee

Section 1. The Executive Committee shall be responsible for the management and administration of Medha.

Section 2. The Executive Committee shall consist of a President, Vice-President, Secretary, Joint Secretary, Treasurer, and two additional members.

Section 3. The Executive Committee shall be elected by the members of Medha for a term of two years.

Section 4. The Executive Committee shall meet at least once every three months, and decisions shall be taken by a majority vote.

Section 5. The Executive Committee shall prepare and present an annual report and audited accounts to the members of Medha.

 

Article V: General Meetings

Section 1. An Annual General Meeting (AGM) shall be held once a year.

Section 2. The AGM shall be held within six months of the end of the financial year.

Section 3. Special General Meetings (SGM) may be convened by the Executive Committee or upon a written request from at least one-third of the members.

Section 4. Notice of the AGM or SGM shall be given to all members at least 14 days in advance.

 

Article VI: Funds and Finances

Section 1. Medha shall raise funds through donations, contributions, and other means.

Section 2. The funds of Medha shall be used solely for the purposes set out in this constitution.

Section 3. The Executive Committee shall keep proper accounts of all income and expenditure.

Section 4. The accounts shall be audited annually by an independent auditor.

 

Article VII: Amendments

Section 1. This constitution may be amended by a two-thirds majority vote of the members present at an AGM or SGM.

Section 2. Notice of any proposed amendments shall be given to all members at least 21 days in advance.

 

Article VIII: Dissolution

Section 1. Medha may be dissolved by a two-thirds majority vote of the members present at an AGM or SGM.

Section 2. In the event of dissolution, any funds or assets remaining after the settlement of all debts and liabilities shall be donated